উপকরণঃ
- টুনা ক্যান ১টি (পানি ঝরিয়ে নিয়ে মাইক্রোওভেনে ১ মিনিট গরম করে নিন
- সিদ্ধ পাস্তা ১/৪ কাপ
- সিদ্ধ আলু কিউব ১/৪ কাপ
- শশা কিউব ১/২ কাপ
- চেরি টমেটো টুকরা ১/৪ কাপ
- পেঁয়াজ কিউব ২ টে চামচ
- গোল মরিচ ফাঁকি ২ চা চামচ
- লবণ স্বাদমত
- অলিভ অয়েল ১ চা চামচ (সালাদ ড্রেসিং এর জন্য, না দিয়েও হবে)
- লেবুর রস ২ টে চামচ
- লেটুস বা যেকোনো সালাদ পাতা
- ধনিয়াপাতা কুচি
রান্না করার নিয়মঃ
- প্রথমে বাটিতে লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে সালাদের ড্রেসিং বানিয়ে নিন।
- এবার বাটিতে সিদ্ধ করা আলু,পাস্তা, কিউব করা শশা, টমেটো, পেঁয়াজ কিউব, গোলমরিচ ফাঁকি, ধনিয়াপাতা কুচি অল্প আর স্বাদ অনুযায়ীলবণ দিয়ে সব মিশিয়েনিন।
- আরেকটা বাটিতে প্রথমে কিছু লেটুস বা যেকোনো সালাদ পাতা সাজিয়ে নিয়ে এর উপর মিশিয়ে রাখা সালাদের মিশ্রণ ছড়িয়ে দিন।
- এর উপর গরম করে রাখা টুনা মাছ দিয়ে আগে বানিয়ে রাখা ড্রেসিং ছিটিয়ে নিন৷
সালাদের সাথে একটা সিদ্ধ ডিম দিয়ে পরিবেশন করুন মজার এই সালাদ।