সজল ও মোনালিসা,দুজন ই অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছেন।একসময় এই জুটির নাটকের অপেক্ষায় থাকতো দর্শক।মোনালিসা যুক্তরাষ্ট্রে বাস করায় এখন তাদের একসাথে দেখা মেলেনা।যুক্তরাস্ট্র প্রবাসী মোনালিসা মাঝে মধ্যে দেশে এসে নাটক করে আবার ফিরে যায়।সম্প্রতি দেশে এসে দীর্ঘদিন এর বন্ধু সজল এর সাথে কাজ করার প্রস্তাব তিনি হাতছাড়া করেনি।ঈদ উল আজহায় আসছে এই জুটির নাটক”লুকিয়ে ভালোবাসবো তারে”।রচনা ও পরিচালনা করেছেন শরিফুল হাসান।মোনালিসা বলেন,কাজটি অনেক উপভোগ করছেন।উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
পর্দার বাহিরে নিজেদের সম্পর্ক ১৫ বছরের এমনটাই জানান সজল।তিনি বলেন-“মোনালিসা আমার অনেক কাছের বন্ধু।জীবনের ভালো খারাপ দুই সময়েই পাশাপাশি ছিলাম এবং থাকবো”।
তারকালয়/১৪ আগস্ট,২০১৮/শায়লা