To subscribe this content please send Start TD to 280089 from your robi number / Start
ADT to 280089 from your Airtel number
Or
Please provide your Robi / Airtel number
উপকরণ:
- হুইপড ক্রিম ১ কাপ
- ভ্যানিলা এসেন্স ২ চা চামচ
- চকলেট ১/২ কাপ(মিল্ক চকলেট বা ডার্ক চকলেট)
- তরল দুধ ১ কাপ
- গুঁড়ো দুধ ১ কাপ
- চিনি ১/৪ কাপ ব্লেন্ড করা
প্রণালী:
- প্রথমে একটি পাত্রে হুইপড ক্রিম বিটার দিয়ে বিট করে নিন। এতে চিনি দিয়ে আবার বিট করুন।
- ক্রিম ভাল করে বিট করা হলে এতে ভ্যানিলা এসেন্স, গুঁড়ো দুধ মিশিয়ে নিন।
- তারপর এতে তরল দুধ দিয়ে আবার ভালো করে মেশান।
- মিশ্রণটি ফ্রিজে ৩ থেকে ৪ ঘন্টা রেখে দিন।
- আরেকটি পাত্রে চকলেট চুলায় দিয়ে গলিয়ে নিন।
- আইসক্রিমের ছাঁচে গলানো চকলেট চামচ দিয়ে ভাল করে লাগিয়ে নিন। আপনি চাইলে এতে বাদাম কুচি দিয়ে দিতে পারেন।
- এর ভেতর হুইপড ক্রিম দিয়ে দিন। খুব বেশি পরিমাণে হুইপড ক্রিম দিবেন না।
- এর মাঝে কাঠি দিয়ে দিন।
- আইসক্রিমের ছাঁচ ৩ থেকে ৪ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন।
- পরিবেশনের সময় আইসক্রিমের ছাঁচটি সাধারণ তাপমাত্রার পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে আইসক্রিম সহজে ছাঁচ থেকে বের হয়ে আসবে।
- তৈরি হয়ে গেল মজাদার চকবার আইসক্রিম৷