চুল আঁচড়াতে আজকাল অনেকেই ভয় পান, কারণ চিরুনির সাথে এক গোছা চুল যে উঠে আসবে! এই সমস্যা অনেকেই ভুগতে হচ্ছে সেটা শীত হোক অথবা গরম। কিন্তু এখনি মুক্ত পেতে পারেন এই সমস্যার থেকে সমাধান। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি ভাবে?
খুব সহজ একটি ঘরোয়া উপায়ের ব্যবহার করে চুল ওঠার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। কি কি প্রয়োজন আর কি ভাবে ব্যবহার করবেন তা নীচে বিস্তারিত বলা হবে,কিন্তু সব থেকে অবাক লাগবে যদি শুনেন একটি মাত্র উপাদান যেটা এই পদ্ধতিতে মুখ্য ভূমিকা পালন করবে। অর্থাৎ মাত্র একটি মাত্র উপাদান দিয়ে চুলের যত্নে কাজ করে ফেলতে পারবেন ,তাহলে দেরি না করে এখনি জেনে নিন।

রসুনের তেল
রসুনের তেল ব্যবহার করুন
রসুনের তেল চুলের গোড়া মজবুত করে ভেতর থেকে। চুলের হারানো জেল্লাও ফিরে আসে এর সাথে সাথে।
উপকরণঃ
৫ থেকে ৬ কোয়া রসুন
এক বাটি নারকেল তেল
কি ভাবে তেল বানাবেনঃ
একটি পাত্রে নারকেল তেল নিয়ে তা একেবারে কম আঁচে গরম করুন।

কি ভাবে তেল বানাবেনঃ
একটি পাত্রে নারকেল তেল নিয়ে তা একেবারে কম আঁচে গরম করুন।
তেল গরম হওয়ার ২ থেকে ৩ মিনিট পর তাতে ৫ থেকে ৬ কোয়া রসুন দিন।
তেল আরও ৫ থেকে ৬ মিনিট মত ফোটান।
এবার তেল নামিয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে ভালো করে এই তেল দিয়ে চুল ম্যসাজ করুন ৩০ মিনিট।
২ ঘণ্টা পর মাথা ধুয়ে নিন ঠাণ্ডা জলে। তেল লাগানোর পরের দিন শ্যাম্পু করুন।
সপ্তাহে একদিন অন্তর তিনদিন ব্যবহার করুন এই হেয়ার অয়েলটি। একমাসের মধ্যে অতিরিক্ত চুল ওঠা বন্ধ হবে।

নিয়ম করে এই তেলটি ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন ১০০% গ্যারান্টি।
আর খেয়াল রাখবেন তেল চোখে যেন না যায় চুলে লাগানোর সময়। চোখ জ্বালা করতে পারে। তাই সাবধানে তেল লাগাবেন।