উপকরণ:
- ৩/৪ কাপ প্লেইনদুধের দই
- ১ টেবিল চামচ চিনি (ঐচ্ছিক)
- ১/৪ কাপ আম, মাঝারি পিস করে কাটা
- ১ টেবিল চামচ. পানি
- ১/৪ চা চামচ এলাচগুড়া
- বিট লবণ এর চিম্টি
প্রনালী:
একটিব্লেন্ডারের মধ্যে আম দই পানি এলাচগুড়া বিট লবন চিনি একত্রে সব গুলো উপাদান নিয়ে ভালোকরে ব্লেন্ড করতে হবে যতক্ষন পর্যন্ত সব কিছু ভালোকরে মিশে যায়৷তারপর ছাকনি দিয়ে ছেকে গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে৷