Updated Aug 10th, 2018 | 23:33 BST | Tarokaloy
খুব বেশি বাকি দিন নেই এশিয়া কাপের।চ্যাম্পিয়ন হতে না পারলেও এর এ মাঝে অনেক গুলো জয় খাতায় লিখিয়েছে টাইগাররা। তবে দলে জায়গা নিয়ে খানিকটা সংকটময় অবস্থানে সাকিব আল হাসান।বিগত জানুয়ারী মাসে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল এ বা হাতের ইঞ্জুরির কারনে খেলায় খানিকটা ভুগতে হয় সাকিব কে। ব্যথা নাশক ঔষধ নিয়েই ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজে এ অংশগ্রহণ করেন তিনি। এ ব্যপারে সংবাদদাতাদের জানান তিনি যে এশিয়া কাপের আগেই অস্ত্রোপচার সেরে ফেলবেন।
সাকিব আরো বলেন যত তাড়াতাড়ি অস্ত্রোপচার করে ফেলা যায় ততই ভালো এবং তিনি ফিট না হয়ে মাঠে নামতে চান না। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে মনে করেন। বিসিবি সভাপতি পাপন চান দলে ভালোভাবে পারফরম করুক সেরা অলরাউন্ডার। তিনি বলেন যে কোন সময়েই হতে পারে সাকিবের অস্ত্রোপচার। সেটা জিম্বাবুয়ে সফরের সময়েও হতে পারে। সেই সিরিজ এ খেলা খানিকটা অনিশ্চিত সাকিবের। প্রসংগত এই বছর সিরিজ খেলতে বাংলাদেশে এ আসছে জিম্বাবুয়ে দল।
তারকালয়/১০ আগস্ট,২০১৮/ শায়লা