Updated Jul 31st, 2018 | 23:33 BST | Tarokaloy
ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে নায়িকা পূর্ণিমা।দীর্ঘদিন বিরতির পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি।কিছুদিন আগেই ঢাকায় জমকালো আয়োজনে সিনেমাটির মহরত অনু্ষ্ঠিত হয়।
পূর্ণিমা এখন যুক্তরাস্ট্রে অবস্থান করছেন।সেখানে ঘুরে বেড়ানোর কিছু স্থিরচিত্র তিনি শেয়ার করেছেন তার ফেসবুক এবং ইন্সটাগ্রামে।সেখানে দেখা যায় হলিউড সাইনকে ফ্রেমে রেখে বেশ কিছু ছবি তুলেছেন এই তারকা।মার্কিন চলচ্চিত্রের সিনেমাপাড়া হলিউডে গিয়েছিলেন তিনি।এবং সেটা নিতান্তই ঘুরে বেড়াতে।অক্টোবর থেকে “জ্যাম” ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।এ প্রসঙ্গে তিনি বলেন-“আশা করি অক্টোবর থেকে শুটিং ফ্লোরে থাকব।”আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে মহড়ায় অংশ নেবেন তিনি।
তারকালয়/৩১ জুলাই,২০১৮/শায়লা