এফডিসিতে ২০১৬ সালে প্রথমবার কোরবানি দেন চিত্রনায়িকা পরিমনি।গত বছরেও তা বহাল ছিল।ঈদের দিন নিজে উপস্থিত থেকে দুটি গরু কোরবানি দিয়ে নিজেই তা দুস্থ সহশিল্পীদের মাঝে বিতরন করেন।
এবারো এর ব্যতিক্রম হবেনা।পরিমনি তার সহশিল্পীদের সাথে ঈদ করবেন এবং তাদের জন্য দুটি গরু কোরবানি দিবেন,এমনটি নিশ্চিত করেছেন।
কোরবানি প্রসঙ্গে পরি বলেন,যতোদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দিয়ে যাব।তৌফিক দেয়ার মালিক আল্লাহ তায়ালা।নিয়ত কখনো বদলে যাবে না আশা করি।
তিনি আরো বলেন-এফডিসির প্রতি আমার তেমনই মায়া যেমনটা আমার নিজের পরিবারের প্রতি।মাত্র সিঙ্গাপুর থেকে ফিরেছেন তিনি।কয়েকদিনের মাঝেই গরু কিনে ফেলবেন এমনটিই জানান।
পরির এ মানবিক আচরণে তার সহশিল্পীরা রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ।তিনি তার সহশিল্পীদের উদ্দেশ্যে বলেন,ঈদে আমরা আনন্দ করবো আর যাদের সাথে কাজ করি তারা মন খারাপ করে থাকবে তা কি করে হয়!
তারকালয়/১৭ আগস্ট,২০১৮/শায়লা