বিয়ের তিন মাস পর গেল ঈদের নাটকের মধ্য দিয়ে নাবিলা অভিনয়ে ফেরেন। মোস্তফা সরওয়ার ফারুকী এবার ঈদে ছবিয়াল পরিবারের আট সদস্যকে নিয়ে ৮টি নাটক নির্মাণ করেন।এই ৮টি নাটকের মাঝে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ শিরোনামের নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুল ইসলাম।যেখানে অভিনয় করতে দেখা গেছে নাবিলাকে।এটিতে তার সঙ্গে জুটি বাঁধেন কবি, নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান কামু।নাবিলা নিজেও অনেক উচ্ছ্বসিত কারন নাটকটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।
চলতি বছরের শেষের দিকে একটি ভিন্ন ধর্মী অনুষ্ঠান নিয়ে পর্দায় আসছেন নাবিলা।’তীর এ্যডভান্সড কিচেন’ শিরোনামের নতুন একটি অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি।যেটি বাংলাদেশের টিভি চ্যানেলেগুলোর মধ্যে ভিন্ন রকম হবে বলে ধারনা করা হচ্ছে।অনুষ্ঠানটি প্রসঙ্গে নাবিলা বলেন,এটা বলতে পারি যে অনুষ্ঠানটি অন্য সব অনুষ্ঠান থেকে ব্যাতিক্রমী।একটি সাধারন কিচেনকে এ্যডভান্সড কিচেনে রুপান্তর করা হবে এ অনুষ্ঠান এর মাধ্যমে।এর পুরো টিমের নেতৃত্বে আছেন স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর।এরই মধ্যে অনুষ্ঠানের কয়েকটি পর্বের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।ঈদের পর বর্তমানে নাবিলা ছুটিতে থাকলেও কিছুদিন পরই আবার অনুষ্ঠানের শুটিং এ ব্যস্ত হয়ে পড়বেন।
তারকালয়/৩ সেপ্টেম্বর,২০১৮/শায়লা