চুল পড়ে যাওয়া যেন এখন একটি নিত্যদিনের সমস্যা। কি বড়, কি ছোট? কি নারী, কি পুরুষ? সুস্থ, সুন্দর আর ঝলমলে চুল কে না পেতে চায়! কিন্তু রোদ, ধূলোবালির প্রভাবে আমাদের চুল হয়ে পড়ে রুক্ষ ও অসুন্দর। অকালে চুল পড়ে যাওয়া রোধ করতে ঘরে বসেই তৈরী করতে পারেন ছোট্ট একটি মেথি প্যাক। মেথি বীজগুলি মূলত hormone antecedents ধারণ করে থাকে যা চুল বৃদ্ধি করে এবং চুল ফুসকুড়ি পুনর্নির্মাণে সাহায্য করে। এতে আছে প্রোটিন এবং নিকোটিনিক এসিড যা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে। চলুন জেনে নেয়া যাক, চুল পড়া রোধে মেথির ব্যবহার-
১. রাতের বেলা এক কাপ পরিমান মেথি একটি পাত্রে ভিজিয়ে রাখুন।
২. সকালে ভেজা মেথি বেটে একটি আঠালো পেস্ট তৈরী করুন।
৩. এই পেস্ট আপনার সম্পূর্ণ চুলে লাগিয়ে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪. এক মাস নিয়ম করে প্রতিদিন সকালে এই প্রতিকারটি অনুসরণ করুন