মাখন মিয়ার স্ত্রী শিক্ষিত হলেও তিনি বেশিদূর পড়াশোনা করেনি।তাই মূর্খ মাখন মিয়াকে নিতান্তই গ্রামবাসীর কাছে ঠকতে হয়।এ নিয়ে ভীষন বিরক্ত সে ও তার স্ত্রী।তাই দুজনে মিলে সিদ্ধান্ত নেয় আবারো লেখাপড়া শুরু করবে।এরপর মাখন মিয়া হাইস্কুলে আর তার স্ত্রী ডিগ্রীতে ভর্তি হয়।বয়স অতিক্রম হয়ে আবারো হাইস্কুলে ভর্তি হওয়ায় মাখনকে পড়তে হয় বিপদে।
এমনই একটি হাস্যরসযুক্ত গল্প নির্মাণ করেছেন সাগর জাহান।নাটকটির নাম”মাখন মিয়ার শিক্ষিত বউটা”।এ নাটকে মাখন মিয়ার চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।এবং তার স্ত্রীর ভুমিকায় বরাবরের মতোই থাকবে তিশা।নাটক প্রসঙ্গে তিশা বলেন-“এটি আমার জন্য বিশেষ একটি কাজ।আগের দুটিতে দর্শকের বেশ সাড়া পেয়েছি,আশা করি এ কাজটিও দর্শকের ভালো লাগবে”।
জাহিদ হাসান ও তিশা অভিনীত এ নাটকটি “মাখন মিয়ার বউ” সিরিজের তৃতীয় পর্ব”।
তারকালয়/১৩ আগস্ট,২০১৮/শায়লা