ব্ল্যাকহেডস! নাম শুনলেই বিরক্তিকর ভাব চলে আসে।
চর্ম রোগের মধ্যে ব্ল্যাকহেডস একটি মারাত্মক সমস্যা। যা সহজে সারতে চায় না। অনেকের সুন্দর চেহারায় গুটি গুটি কালো দাগ দেখা যায় একেই ব্ল্যাক হেডস বলে। বিশেষ করে নাকে ব্ল্যাকহেডস বেশি দেখা যায়। অনেকের ধারনা চেহারা অপরিষ্কার থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয় কিন্তু ব্যপারটা আসলে তেমনটা নয়। তৈলাক্ত এবং শুষ্ক উভয় স্কিনেই এই সমস্যা দেখা দিতে পারে।
ব্ল্যাকহেডস পরিষ্কার করা খুবই কঠিন কাজ। সহজে ব্ল্যাকহেডস থেকে রক্ষা পাওয়া যায় না। পার্লারে গিয়ে পরিষ্কার করালেও কিছুদিন পরেই আবারো ব্ল্যাকহেডসের উপদ্রব শুরু হয়। অনেকে অনেক কিছু ব্যাবহার করেও কোন উপকার পায় না কিন্তু অল্প চেষ্টায় এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নেই!
ব্ল্যাকহেডস দূর করতে যা করতে হবে –
পদ্ধতি-১
উপকরণ –
• চালের গুড়ো ১চা চামচ
• মধু ১চা চামচ
• ১ চা চামুচ টক দই
• ১চা চামচ লেবুর রস
যেভাবে ব্যবহার করবেন-
• প্রথমে গরম পানির ভাব দিন মুখে।
• এরপর সব গুলো উপকরণ এক সাথে মিশিয়ে তা ভালোভাবে মুখে লাগাতে হবে। যে সব জায়গায় ব্ল্যাকহেডস আছে সে সব যায়গায় ভাল ভাবে লাগিয়ে নিন। এর পর আস্তে আস্তে সার্কুলার মোশনে আঙ্গুলের সাহায্যে ম্যাসেজ করতে হবে।
• ২০ মিনিট অপেক্ষা করার পর বিশুদ্ধ পরিস্কার পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এতে করে মুখের তৈলাক্ততা ও বিরক্তিকর কালো ব্ল্যাকহেডস আস্তে আস্তে কমে আসবে।
পদ্ধতি-২
উপকরণ-
• ১টা ডিমের সাদা অংশ
• ১/২ লেবুর রস
• ১ চা চামচ মধু
যেভাবে ব্যবহার করবেন-
• প্রথমে মুখে গরম পানির ভাপ নিন। শুকনো টাওয়েল দিয়ে আলতো করে মুখ মুছে নিন।
• ডিমের সাদা অংশ, লেবুর রস ও মধু একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিন।
• আঙ্গুল দিয়ে পুরো মুখে ম্যাসাজ করে লাগিয়ে নিন ফেস প্যাকটি। ১৫ মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য।
• শুকিয়ে গেলে নরম একটি বেবি টুথ ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। বিশেষ করে ব্ল্যাকহেডস আছে এমন স্থানগুলো। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
• এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে রোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। আলতো করে মুখ মুছে ১ ফোটা অলিভওয়েল লাগিয়ে নিন পুরো মুখে।
এছাড়াও
যাদের ব্ল্যাকহেডস এর মধ্যেই অনেক বেশি শক্ত হয়ে বসেছে তারা ওপরের যেকোনো একটি উপায় অনুসরণ শেষে ব্ল্যাকহেডস দূর করার ক্লিপের সহায়তা নিতে পারেন। বাজারে একধরনের সরু ব্ল্যাকহেডস দূর করার ক্লিপ পাওয়া যায়। এটি দিয়ে হালকা চাপ দিলে বেরিয়ে আসে ভেতরের বাড়তি অংশটি।
তারকালয়/২৩/১০/১৮/রুপা