Updated Aug 08, 2018 | 22:33 BST | Tarokaloy
আবারও বাজিমাত করলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গত সপ্তাহে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ইউটিউবে প্রকাশ পেয়েছে আসিফ আকবরের নতুন গান-ভিডিও ‘আগুন পানি’।গান-ভিডিওটিতে সঙ্গীতশিল্পীর সাথে প্রথম অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। অল্প সময়ের মধ্যে গানটি বেশ প্রশংসিত হচ্ছে। প্রকাশের পর থেকে এখন পর্যন্ত গান-ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে প্রায় ত্রিশ লাখ বার।
গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। গান-ভিডিও নিয়ে অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, গানটিতে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাবে দুজনকেই। গানটির অডিওটা সুন্দর, ভিডিওতে সিনেমাটিক ফিল পাবে দর্শক।
গানটির ব্যাপারে আসিফ আকবর বলেন, “গান এবং ভিডিও দুটোর কাজই সুন্দর হয়েছে। ভিডিওতে আমি ডন আর মৌসুমী হামিদ ভিলেন। ভিডিওতে আমি সত্যিকার পিস্তল ব্যবহার করেছি। বেশ ভালো সাড়া পাচ্ছি। শ্রোতা-দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা”
তারকালয়/০৮ আগস্ট,২০১৮/আরমান