শীতকালে সবথেকে সহজলভ্য সবজি হল টমেটো। টমেটো শীতকালীন সবজি হিসেবে অনেক কম দরে পাওয়া যায়। টমেটোকে ফল কিংবা সবজি দুইভাবেই খাওয়া হয়। এটি শরীরের জন্য অনেক পুষ্টি কর। এছাড়াও ত্বক ও চুলের যত্নেও তুলনা হয়না টমেটোর। টমেটো দিয়ে স্কিনের বিভিন্ন সমস্যা সমাধান করা যায়। আসুন জেনে নেই কিভাবে টমেটো দিয়ে করবেন ত্বকের যত্ন।
রোদে পড়া দাগ কমায় :
একটি টমেটো দুই টুকরো করুন। এখন একটির ওপর হালকা লেবুর রস দিয়ে সরাসরি রোদে পড়া অংশে সার্কুলার মোশনে লাগাতে থাকুন। এভাবে ১৫-২০ মিনিট ঘষতে থাকুন। রসটা ভালোভাবে ত্বকে প্রবেশ করলে পানি দিয়ে ধুয়ে নিন।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি :
১ টেবিল চামচ টকদই, ৩ চা চামচ টমেটোর রস ও
২ চিমটি হলুদ মিশিয়ে ফেসপ্যাকটি তৈরি করুন। এবার তৈরি করা ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন এরপর ধুয়ে নিন। সাথে সাথেই আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
ফেসিয়াল স্ক্রাব :
প্রথমে টমেটো ১টি দুই টুকরো করুন। এরপর ১টি টুকরো নিয়ে এতে ১ চা চামচ এর মত ব্রাউন সুগার অথবা নরমাল চিনি নিয়ে সরাসরি মুখে গলায় ঘাড়ে স্ক্রাব করুন ৫ মিনিট এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্রণের দাগ দূর করে :
৩ টেবিল চামচ মুলতানি মাটি, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ গোলাপজল ও ২ টেবিল চামচ টমেটোর রস মিশিয়ে নিন। এবার আপনার ত্বকে আক্রান্ত স্থানে এই প্যাকটি লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
তারকালয়/২৯/১২/১৮/রুপা