পুরোনোকে বছরকে ভুলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে পুরো বিশ্ব। করোনাভাইরাসের সময়ের মধ্যেই নানান উৎসব-আয়োজনে নতুন বছর-২০২১’কে বরণ করে নিচ্ছেন সবাই, সাথে নতুন আশার সঞ্চার সকলের মনে,নতুন বছর ভালো কাটুক এই সবার প্রত্যাশা ,২০২০ সালের গ্লানি মুছে ফেলতে নতুনকে নতুন ভাবে বরণ।

নতুন এ বছরটিকে আরো রাঙিয়ে দিলেন ,এবং দারুণ এক উপলক্ষ্য এনে দিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বছরের প্রথমদিনই ভক্ত-সমর্থকদের দিয়েছেন এক সুখবর। জানতে চান কে সে সুখবর!! সুখবর শুনেই আত্নহারা হয়ে উঠেছে মিডিয়া পাড়া।

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এবং অফিসিয়াল ফেইসবুক পেইজ একটি দুদান্ত ছবি পোস্ট করেছেন যেখানে ,দেখা যাচ্ছে আবারো মা হতে যাচ্ছেন শিশির!!
তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এ পোস্ট। মাত্র ২০ মিনিটের মধ্যে প্রায় ১ লাখ মানুষ রিয়্যাক্ট দিয়েছেন ছবিটিতে, কমেন্ট করেছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন প্রায় ২ হাজার মানুষ।

উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুইটি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।

নতুন অতিথির আগমনে সাকিব আল হাসানের পরিবার সহ খুশি পুরো দেশবাসী, এই জুটির পরিবার এখন ৫ জনে পরিণত হতে চলছে। ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছে সাকিব-শিশিরের সুখী পরিবার।