Uncategorized, সেলিব্রিটি বার্তা

সালমান মানানসই নয়,তাই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে অভিনেত্রীর বাবা!

বহু নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়,কিন্তু এসব গুঞ্জন শোনা গেলেও ৫০ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার ‘চিরকুমার’। যদিও বিয়ে করে সংসারের করার প্রবল ইচ্ছা ছিল খান সাহেবের, আর তখনই বাঁধ হয়ে আসে প্রেমিকার বাবা। আর যার কারণেই হয়তো আজও ব্যাচেলর তকমাটা ধরে রেখেছেন অভিনেতা।

Tarokaloy_salman_khan

কিন্তু কে সেই অভিনেত্রী, যার ভালবাসায় আজও মুগ্ধ বলিউডের ভাইজান! সম্প্রতি তিন দশক পরে একটি সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি, প্রকাশ্যে এনেছেন নিজের ভালবাসাকে। জানতে নিশ্চই চাচ্ছেন,কে সেই মহিয়সী নারী! সালমানকে নিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ নেই। তবে ভাইজানের সবথেকে চর্চিত বিষয় হল কবে তিনি বিয়ে করছেন।সম্প্রতি আশির দশকের ঘটে যাওয়া একটি ঘটনার বদলা নিলেন সালমান ভাই।

তবে লুকিয়ে নয়, বছর তিনেক আগে সকলের সামনে প্রকাশ্যে পুরো ঘটনাটি সামনে এনেছেন অভিনেতা।১৯৯২ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র সাফল্যের পর এক বলিউড অভিনেত্রীর প্রেম পড়ে সালমান। এমনকী তাকে বিয়ের প্রস্তাবও দেয় ভাইজান। কিন্তু সেই অভিনেত্রী সালমানের প্রস্তাবে রাজি হয়নি। আর তিনি হলে নব্বইয়ের দশকের সুপারহিট বলি অভিনেত্রী জুহি চাওলা।

Tarokaloy_salman_khan_and_juhi_chawla

‘আন্দাজ আপনা আপনা’ ছবির শ্যুটিং চলাকালীন ট্যুরে গিয়েই জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান। কিন্তু শুরুতেই জুহি না করে দিয়েছিলেন।তবে শুধু জুহিতেই থেমে ছিলেননা সালমান। জুহির বাবাকেও বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন অভিনেতা। এমনকী সেখান থেকেও প্রত্যাখ্যান হয়েছিলেন অভিনেতা।কী কারণে সালমানকে প্রত্যাখান করা হয়েছিল তাতে সালমান জানিয়েছিলেন, ‘জুহির জন্য তিনি সঠিক মানানসই নয়’।

Tarokaloy_salman_khan

তারপর থেকেই আর কোনও ছবিতে একসঙ্গে কাজ করেতে দেখা যায় নি ,সালমান জুহিকে। শুধুমাত্র ‘দিওয়ানা মস্তানা ‘ ছবিতে সালমন ক্যামিও চরিত্রে অভিনয় করেছিল। তারপরই জয় মেহেতাকে বিয়ে করে সংসারে মন দিয়েছেন জুহি । এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার। যদিও সালমানও থেমে থাকেনি। একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের লীলায় মেতে উঠেছিলেন বলিউডের এই লাভার বয়। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, ইউলিয়া, জ্যাকলিন কেউই বাদ যায়নি ভাইজানের তালিকা থেকে।

Tarokaloy_salman_khan_and_juhi_chawla

কিন্তু কারোর সঙ্গেই শেষমেষ সম্পর্ক টেকেনি সালমানের। কিন্তু কেন, তাহলে এখনও কি জুহিকে ভুলতে পারেননি ভাইজান। এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো খোদ ভাইজানই জানে।২০১৫ সালে ‘বিগ বস সিজন-৯’-এ অতিথি হয়ে এসেছিলেন জুহি। সেখানেই দীর্ঘদিন পর তাদের একসঙ্গে দেখা গেছে। এবং সালমানের সঙ্গে জুহি সিনেমা করার ইচ্ছা প্রকাশ করলেও মায়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন সালমান।

Previous ArticleNext Article