সাত পাকে বাঁধা পড়লেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। সনাতন ধর্মের রীতি মেনে ধুমধাম করে রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের নির্মাতা ও শিল্পীরা। দুই পরিবারের আত্মীয়-স্বজনের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা।

অভিনেত্রী রুনা খান, সাফা কবির, ফারিয়া শাহরিন, অভিনেতা সজল, মীর সাব্বির, গায়িকা কোনাল, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, নির্মাতা অমিতাভ রেজা, আদনান আল রাজীব, মাবরুর রশীদ বান্নাহ, প্রযোজক শাহরিয়ার শাকিল, উপস্থাপক রুম্মান রশিদ খান, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগসহ অনেকে। নিজের ভ্যারিফায়েড ফেইসবুক পেজে বিয়ের ছবি প্রকাশ করে মিম লিখেছেন,

‘কে প্রথম কাছে এসেছি/ কে প্রথম চেয়ে দেখেছি/ কিছুতেই পাই না ভেবে/ কে প্রথম ভালোবেসেছি/ তুমি না আমি?’ শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সব ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।’ ছবিতে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গায় মিম আর বর সনি পোদ্দারের পরনে অফ হোয়াইট রঙের শেরওয়ানি আর মাথায় গোলাপি রঙের পাগড়ি।

মিমের বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে সনি দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন। মিম বলেন, ‘ছয় বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। পরিবারের সিদ্ধান্তেই তারা দুজন বাগদান সেরে নেন।’ গত বছরের ১০ নভেম্বর নিজের জন্মদিনে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান করেন মিম।

তখনই মিম জানিয়েছিলেন, নতুন বছরের শুরুতেই বিয়ে করবেন তারা। সম্প্রতি ছয় বছর প্রেমের পর সাতপাকে বাঁধা পড়লেন মিম ও সনি। ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বহু চলচিত্রে নিজের দক্ষ অভিনয় মন জিতেছেন দর্শকদের এবং পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।