গত দুইদিন ধরে আইপিএলে চলছে মিনি অকশন। কোন দলে কাকে দলভুক্ত করা হবে সে নিয়ে যুদ্ধ, এরই মধ্যে প্রথম রাউন্ডের নিলাম শেষ। প্রতিটি ফ্রাঞ্চাইজিই এবারের নিলামে অংশ নিয়ে বেশ কিছু খেলোয়াড়কে কিনে নিয়েছে ,এবং তাদের দলে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু, তাদের মধ্যেই রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। বলা যায়
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম দিয়ে কেনা হয়েছে এই অলরাউন্ডারকে।

রেকর্ড গড়ে নিয়েছে এবার তাকে নিয়ে নিলামের কাজ,কেননা
তিন দলের সঙ্গে তুমুল যুদ্ধের পর অবশেষে এই প্রোটিয়া অলরাউন্ডারের দাম উঠলো ১৬ কোটি ২৫ লাখ রুপি!!

আইপিএলের ইতিহাসে এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রিত ছিলেন ভারতীয় খেলোয়াড় যুবরাজ সিং। আর বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি দামী ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। এবার যুবরাজ, কামিন্সকের রেকর্ড ভেঙে জায়গা নিলেন ক্রিস মরিস।

এবারের আইপিএলের নিলামে বেশ কয়েকজন ক্রিকেটারের অবিশ্বাস্য দাম উঠেছিল।তাদের মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। তাকে ১৫ কোটি রুপিতে কিনে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার এত দাম ওঠা রীতিমত বিস্ময়কর।

এমনকি এবারের আইপিএলে তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাকে নিলামে নিয়া হয় ১৪ কোটি ২৫ লাখ রুপিতে। আর অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ঝিয়ে রিচার্ডসন পাঞ্জাব কিংসের তকাবিক্রি হয়েছেন ১৪ কোটি রুপিতে।

ভারতীয়দের মধ্যে অলরাউন্ডার চরা দামে আছেন কৃষ্ণাপ্পা গৌথাম। তিনি ভারতীয় দের মধ্যে বিক্রি হলেন সর্বোচ্চ দামে। তার বিক্রিত মূল্য ছিল ৯ কোটি ২৫ লাখ রুপি। তাকে কিনেছে চেন্নাই সুপার কিংস। এছাড়া অস্ট্রেলিয়ান পেসার রিলে মেরেডিথ বিক্রি হয়েছেন ৮ কোটি রুপিতে। তাকে কিনেছেন প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।

তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক
সর্বোচ্চ দামের ৬ ক্রিকেটারের তালিকা

প্রথম তালিকায় আছেন:
ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা),তাকে কিনেছে ১৬.২৫ কোটি রুপিতে, রাজস্থান রয়্যালস।

দ্বিতীয় তালিকায় আছে:
কাইল জেমিসন (নিউজিল্যান্ড),রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে ১৫ কোটি রুপিতে কিনেছে,

তৃতীয় তালিকায় আছে:
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), ১৪.২৫ কোটি রুপিতে তাকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিনেছে।

চতুর্থ তালিকায় আছে
ঝিয়ে রিচার্ডসন (অস্ট্রেলিয়া)। ১৪ কোটি রুপি, পাঞ্জাব কিংস তাকে দলে অন্তর্ভুক্ত করেছেন।

পঞ্চম তালিকায় আছে:
কে গৌথাম (ভারত), ৯.২৫ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস।

ষষ্ঠ তালিকায় আছে:
রিলে মেরেডিথ (অস্ট্রেলিয়া), ৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস।