করোনার এই মহামারীর অবস্থায় বিশ্বের সকাল মানুষ যেমন মানসিক চাপে ভুগছে তেমনি অর্থনৈতিক ভাবেও অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমন অবস্থায় বিপাকে পড়েছে ,দিন অনে দিন খায় দরিদ্র জনগষ্ঠী । তাদের সমস্যার সমাধান জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের অনেক জনপ্রিয় মানুষ জন। তাদের মধ্যে উল্লেখ্য যোগ্য আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের বেশ কিছু টাইগার্স।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ব্যাট টি নিলামে দিয়েছেন ,কারণ তিনিও এই মহামারীর সময়ে দরিদ্রদের পাশে দাঁড়াতে চান, এবং তার এই ঐতিহাসিক
কিনে নিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি তার ফাউন্ডেশনের জন্য ব্যাটটি কিনে নিয়েছেন।
শুক্রবার (১৫ মে) রাতে মুশফিকের ব্যাটের নিলাম সম্পন্নের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এতে জানানো হয়, মুশফিকের ব্যাট কিনেছে আফ্রিদির ফাউন্ডেশন থেকে
২০ হাজার ডলার বা প্রায় ১৭ লাখ টাকা প্রায় এবং মূল মূল্য
১৬ লাখ ৮০ হাজার টাকা দিয়ে
মুশফিকের ব্যাটটি ক্রয় করা হয়েছে। অর্জিত অর্থের পুরোটাই করোনা মোকাবেলার কাজে ব্যবহৃত হবে বলে নিশ্চিত করেছেন।মুশফিকের ব্যাট ক্রয় করে উচ্ছ্বসিত শহীদ আফ্রিদি। করোনা মোকাবেলায় দিনরাত কাজ করে চলেছে তার ফাউন্ডেশন। এবার তিনি মুশফিকের মহৎ উদ্যোগেও অংশীদারী হলেন।
মুশফিকের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আফ্রিদি মুশফিককে সত্যিকারের নায়ক হিসেবে আখ্যায়িত করেন। যার ফলে তিনি তার মহত্ত্বের প্রকাশ করেন এবং ভিডিও তে তিনি বলেন,
‘আসসালামুআলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই একাজ করতে পারে। আম’রা সবাই মিলে খা’রাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি।’
বাংলাদেশের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে আফ্রিদি উল্লেখ করেন, ‘অ’তীতে বাংলাদেশে আমি যে পরিমানে ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পা’কিস্তানের জনগন ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথ চলায়। আপনার জন্য আমা’র প্রার্থনা সব সময় থাকবে, আশা করছি আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমা’র দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।’
তারকালয় ১৭/০৫/২০২০ রিয়া