আঠারো বছর পার হওয়ার আগেই নায়িকা হয়ে রীতিমতো শোবিজে তাক লাগিয়ে দিয়েছেন। একের পর এক সিনেমায় অভিনয় করে চমকে দিচ্ছেন।রাতারাতি তারকা বনে চলে গেছেন পূজা চেরি। রুপালি পর্দার তারুণ্যের ঝলকানীতে এগিয়ে চলছেন এই অভিনেত্রী।

করোনা কালীন সময়ে সাপেক্ষে সাক্ষাৎকারভিত্তিক ফেসবুক লাইভ অনুষ্ঠানটিতে দুর্গা পূজার পরিকল্পনাসহ চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন চিত্রনায়িকা পূজা চেরি। এবং জানিয়েছিলেন কিভাবে তিনি পূজার আয়োজন করেছেন। এবারের পূজা প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘করোনার কারণে বিশেষ কিছু করছি না। ঘরে বসেই কাটছে পূজার দিনগুলো । নায়িকা হওয়ার পরেও পূজা মণ্ডপে ঘুরতে গিয়েছিলেন পূজা।

এসময় নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তার। সেই অভিজ্ঞতা জানিয়ে পূজা বলেন, নায়িকা হওয়ার পরও পূজা মণ্ডপে ঘুরতে বের হয়েছি। দর্শক দেখে প্রথমে একটু দ্বিধায় পড়ে যান, এটা কি পূজা? এর পরে নিশ্চিত হয়ে সেলফি তুলতে এগিয়ে আসেন। যদিও ভালো লেগেছে অনেকদিন পর দর্শকের কাছে পেয়ে। যেহেতু এখন কোনো কাজ নেই ,যার দরুন দর্শকের মুখোমুখি হওয়ার সৌভাগ্য মিলবে।

কিন্তু দুর্গা পূজার পর , চিত্রনায়িকা পূজার আশা পূরণ হলো,কারণ দীর্ঘ দিন ঘরবন্দী থাকার পর অবশেষে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। এরই মধ্যে শুটিং করেছেন ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’ ছবিতে। এটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে।

শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে পূজা চেরি বলেন, এই সিনেমার মধ্য দিয়ে প্রায় সাত-আট মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে শুরুতে একটু ভয় কাজ করছিল। মনে হচ্ছিল, অভিনয়টা ভুলে গেছি। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। এরপর সুন্দরভাবেই এই লটের কাজ শেষ করলাম।

এদিকে, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’য় অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন পূজা চেরি? এমন গুঞ্জন এখন ভেসে বেড়াচ্ছে বিনোদন অঙ্গনে। এর প্রসঙ্গে পূজা চেরি বলেন, শোনা কথায় কান দিতে নেই। নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করেছি। তবে সেটা ‘মাসুদ রানা’র জন্য কি-না তা বলতে চাই না। একজন শিল্পীকে সব সময় অভিনয়ের জন্য ফিট থাকতে হয়। আমিও তাই করছি। আর ‘মাসুদ রানা’র বিষয়টি নিয়ে আপাতত চুপ থাকাই ভালো। কিছু হলে সবাই জানবেন।