চলতি বছরের অক্টোবরে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে পিড়িতে বসে সংগীতশিল্পী নেহা কক্করের। দিল্লির গুরুদ্বারে বিয়ের সানে বলিউডের এই রিমেক কুইন।বিয়ের দুই মাস না যেতেই গুঞ্জন শুরু হয়েছে এক নতুন তথ্য,শুধু তাই নয়,তারা নিজেরাই সামনে নিয়ে আসলেন। যা দেখে থমকে গেল মিডিয়া সাথে ভক্তরা।

শুক্রবার ইনস্টাগ্রামে স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের জিন্সের জাম্প স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন নেহা। ভালবেসে তাকে ধরে রেখেছেন রোহনপ্রীত। দুজনের চোখেমুখে উচ্ছ্বাস। এসব কিছু ছাপিয়ে নজর কাড়ল নেহার বেবি বাম্প।
তাহলে কি সত্যই মা হতে যাচ্ছেন নেহা!!

ছবির ক্যাপশনে নেহা কক্কর লিখেছেন, ‘খেয়াল রাখকার (খেয়াল রাখো)’। রোহানপ্রীতও এই ছবিটি পোস্ট করেছেন। রোহনপ্রীত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে’। এই ছবি দেখেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় তাদের এই পোস্টটি। সাথে সাথে কমেন্ট সেকশন লাখ লাখ মন্তব্যের ,এবং প্রশ্নের সমাহার।

গত আগস্টে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় নেহার সঙ্গে আলাপ হয় রোহনপ্রীতের। প্রথম দেখাতেই প্রেম। তারপর আর বেশি দিন অপেক্ষা না করে অক্টোবরেই বিয়ে সারেন তারা। বিয়ের কিছু দিনের মধ্যে মধুচন্দ্রিমার জন্য দুবাই গিয়েছিলেন।

কয়েক দিন আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে স্বামীর সঙ্গে এসেছিলেন নেহা কক্কর। এ সময় তিনি জানিয়েছিলেন, মাত্র ২৫ বছর বয়সে বিয়ে করে সংসারের দায়িত্ব সামলাতে দ্বিধাবোধ করছিলেন রোহনপ্রীত। কিন্তু নেহাই তাকে শেষমেশ রাজি করিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়েছিলেন।

কিন্তু এই ছবি নিয়ে এত মাতা মাতি ,সবার ধারণা শেষে ভুল পরিণত হলো কারণ , এটা তাদের নতুন জীবনের কোনো শুরু ছিল না বরং তাদের নতুন গানের প্রমোশন ছিল। যেটার দরুন দর্শকের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয় তাদের নিয়ে।