ডিসেম্বরের শীতের মৌসুমে অপু বিশ্বাস নতুন কেনা গাড়িতে ঘুরছে। গন্তব্য প্লে গ্রাউন্ড; নায়িকাদের তো জিমে যাওয়ার কথা! তা অপু বিশ্বাস হঠাৎ কেন প্লে গ্রাউন্ডে যাচ্ছেন? ততক্ষণে জানা গেল, গাড়িতে আরো একজন আছেন। অন্তর্জালের সবার প্রিয় বড় তারকা আব্রাম খান জয়।

এই প্রসঙ্গে অভিনেত্রীকে পেয়ে কিছু প্রশ্ন করা,
জানতে চাওয়া হয়, জয় কেমন আছে? কিছুটা আনন্দিত হয়ে অপু জানালেন, ‘জয় ভালো আছে। ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি। এখন আমরা প্লে গ্রাউন্ডে যাব। ইদানীং তার অনেক বেশি ঘোরাঘুরি আর প্লে গ্রাউন্ডের প্রতি ফ্যাসিনেশন।’

জয়ের ফ্যাসিনেশন তো জানা গেল। ঢাকাই সিনেমা একসময় যাঁকে ছাড়া চলতই না বলা চলে, তাঁর কাজের কী খবর? অপুর উত্তর, ‘কাজ করা হচ্ছে না। আর ওই রকমভাবে ভালো কোনো কাজ আসছে না। আসছে কাজের অফার, ভালো কিছু আসছে না। ভালো কিছুর অপেক্ষায় আছি। হলে পরে করব।’

আপনার ‘প্রিয় কমলা’র ছবির আপডেট কী? অপু যে আপডেট জানালেন, তা প্রকাশ করেছে এক সপ্তাহ আগে। অপুর আপডেটটা এমন, ‘এটা সেন্সর হয়ে গেলে রিলিজ দিয়ে দেবে। আমি যতটুকু শুনেছি, ১৬ ডিসেম্বর মুক্তির কথা ছিল, একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, সেটা শেষ করে ফেলেছে।’

১৫ ডিসেম্বর জানা যায় নতুন কিছু ,সেটি হলো সিনেমাটির পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেছিলেন, ‘সেন্সর বোর্ড সিনেমাটি নিয়ে কয়েকটি সংশোধনী দিয়েছে। সেজন্য কাল মুক্তি পাচ্ছে না সিনেমাটি। সব ঠিক করে ১৭ ডিসেম্বর আবার সেন্সর বোর্ডে জমা দেব। তখন নতুন মুক্তির তারিখ জানাতে পারব।’

যা হোক, এই চিত্রনায়িকা ‘ছায়াবৃক্ষ’ শিরোনামে আরো একটি সিনেমায় কাজ করছেন। এই সিনেমার অর্থনৈতিক জটিলতা নিয়ে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। এই সিনেমার যে আপডেট পাওয়া গেল অপুর কাছে, সেটা হচ্ছে, ‘কাজ এখানো বাকি আছে। ৬০ ভাগ হয়েছে, এখনো ৪০ ভাগ বাকি। জানুয়ারিতে বসে আমি শিডিউল দিতে পারব।’ পরের প্রশ্ন করার আগেই বিদায় জানালেন অপু বিশ্বাস। হয়তো গাড়ি পৌঁছে গেছে প্লে গ্রাউন্ডে!