‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’ এই স্লোগান নিয়ে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর খেতাব জিতলেন তানজিয়া জামান মিথিলা। শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। কিন্তু খেতাব পাওয়ার পর শুরু হয় সমালোচনার মুখোমুখি।

অনেকেই ধারণা, এবারে মিস ইউনিভার্স বাংলাদেশ যে মিথিলা হচ্ছেন তা জানা গেছে আয়োজনটির শুরু থেকেই। সেখানকার এক প্রতিযোগী দাবি করেছেন মিথিলাকে যে এবারের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ করা হবে সেটা পূর্ব নির্ধারিত ছিল।

গত ফেব্রুয়ারিতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ আনেন এ আয়োজনের প্রতিযোগি মডেল অভিনেত্রী শান্তা পাল। সে সময় ফেসবুক লাইভে তিনি বিষয়টি উত্থাপন করে এর প্রতিবাদ করেন। শান্তা বলেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ অডিশনে আমি প্রায় চার ঘণ্টা ছিলাম। আমার সঙ্গে আরও ছয়জন ছিলেন। মাঝে হঠাৎ দেখি আমাদের সিনিয়র এক মডেল ভেতরে ঢুকলেন। তার নাম মিথিলা। ভাবলাম হয়তো কোনো কাজে তিনি এসেছেন। এরপর বের হয়ে তিনি ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিচ্ছিলেন। তিনি যা বললেন তা শুনে আমি অবাক। তিনি নাকি প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন!’

এমন ঘটনার পর মিস ইউনিভার্স বাংলাদেশের কর্তৃপক্ষের সদস্যকে ফোন দেন শান্তা। এই প্রসঙ্গে শান্তা আরও বলেন, ‘যখন ফোন দিলাম আমাকে বলা হলো মিথিলা আপু আগেই অডিশন দিয়ে গেছেন। কিন্তু আমার সিরিয়াল ছিল ১৯২, আর মিথিলা আপুর ছিল ২০০ এর ওপরে। তাহলে তিনি কীভাবে আগে অডিশন দিলেন। তার মানে সবই ছিলো সাজানো নাটক!!’

শান্তা পালের এই বক্তব্য কে উদ্দেশ্য করে কলকাতার গণমাধ্যম ‘এবিপি আনন্দ’। সেখানে মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শফিক ইসলামের বক্তব্যও রয়েছে। সেখানে শফিক ইসলাম বলেন, যারা বাদ পড়েছে, তারা নিজেদের প্রথম পঞ্চাশে দেখতে না পেয়ে হিংসায় এই ধরনের মিথ্যাচার ও অপবাদ ছড়াচ্ছে।

এদিকে মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ ঘোষিত হওয়ার পর শান্তা পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সত্য কখনও চাপা থাকে না। আজ না হয় কাল সেটা বের হবেই। দুইমাস আগেই বলেছিলাম মিথিলাকে এবার মিস ইউনিভার্স বাংলাদেশ ’বানানো হবে। হলোও তাই।’

এসব অভিযোগের ব্যাপারে জানাতে চাইলে মিথিলা ঘটনাটি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি যদি অডিশন দিয়ে না আসতাম, তাহলে আয়োজক কমিটি প্রকাশিত ভিডিওতে আমার ভিডিও আসতো না। জাজরা আমাকে প্রশ্ন করছেন সেসব ভিডিও আসতো না।’
শান্তা পালের উদ্দেশে মিথিলা বলেন, ‘একজন মডেল হয়ে আরেকজন মডেলের বিরুদ্ধে এমন কথা বলা একদমই ঠিক নয়। আমাদের সবারই একজন আরেকজনকে আরও সম্মান করা উচিত। মিডিয়ার মধ্যেই যদি আমরা একে অপরকে সম্মান না করি, তাহলে আমরা কেউ সামনে এগোতে পারবো না।’

এছাড়াও নানান কারণে বিতর্কে তিনি। অনেকেই ভাবছেন তিনি বাংলাদেশকে তুলে ধরার জন্য যোগ্য আবার অনেকেই বলছেন তিনি মোটেও এই খেতাব প্রাপ্ত নন। এছাড়াও তিনি বেশ কয়েকদিন আগে সাকিব আল হাসানের সাথে সম্পর্কে জড়ানোর তথ্য নিয়ে হাজির হন গণমাধ্যমে। এবং এ কথা তিনি নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেইজ এ শেয়ার করেন এমনকি সাকিবের স্ত্রী শিশিরকে উদ্দেশ্য করেও অনেক কথা ছুড়ে। যদিও এর পাল্টা জবাব আসেনি শিশির অথবা সাকিব থেকে।