Uncategorized, সেলিব্রিটি বার্তা

প্রেমের প্রস্তাব দিতে সাহস পায় না।’

ঢালিউডের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা বনে গেছেন। অভিনয় করেছেন ‘নূরজাহান’, ‘দহন’, ‘পোড়ামন-২’, ‘প্রেম আমার-২’, ‘জ্বীন’, ‘শান’, ‘সাইকো’ সিনেমায়। ক্যারিয়ার এখন তার তুঙ্গে ,তার অভিনয়ের
কাজের জন্য প্রশংসিত হন তিনি। একের পর এক নতুন প্রশংসিত কাজ করেই যাচ্ছেন তিনি।

Tarokaloy_puja_cherry_roy

কিন্তু মিডিয়া কাজ ছাড়াও এখন তিনি বেস্ত পারিবারিক কাজে।
ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা। পাশাপাশি সিনেমার চিত্রায়ণ এবং বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। ব্যস্ততার মাঝে নিজেকে ফিট রাখতে জিম করতেও ভোলেন না পূজা। ফেসবুকেও শেয়ার করেছেন তার শারীরিক কসরতের এক ঝলক।

Tarokaloy_puja_cherry_roy

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অন্য সব কিছু মিস হলেও ফিট থাকতে ব্যায়াম করা মিস দেই না। যদিও আমি বেশি খেলেও তেমন মুটিয়ে যাই না। তবুও জিম করি নিয়মিত। জিম করার বিষয়ে কোনো ছাড় নেই।’
খুব বেশি খেতে পছন্দ করেন না পূজা। বলেন, ‘আরে না না, খাওয়া-দাওয়ার প্রতি আমার তেমন আকর্ষণ নেই বললেই চলে। আমাকে তো জোর করেও খাওয়ানো যায় না। আমার মনে হয় মোটা হয়ে গেলে আমি আর অভিনয় করতে পারব না, সিনেমা করাই ছেড়ে দেব।’

Tarokaloy_puja_cherry_roy

এ সময় নিজের বাস্তবের নায়ক সম্পর্কে জানতে চাইলে পূজা চেরি বলেন, ‘আগে ক্যারিয়ার, এরপর প্রেম-ভালোবাসা। আমার সঙ্গে সব সময় আম্মু থাকেন। প্রেম হবে কীভাবে! কেউ হয়তো মায়ের ভয়ে প্রেমের প্রস্তাব দিতে সাহস পায় না।’
এদিকে পূজা চেরি অভিনয় করছেন সরকারি অনুদানের সিনেমা ‘হৃদিতা’ এবং সৈকত নাসির পরিচালিত ‘ক্যাশ’ সিনেমায়। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন আরও কয়েকটিতে। সেগুলোর ঘোষণা আনুষ্ঠানিকভাবেই আসবে বলে জানা গেছে।

Tarokaloy_puja_cherry_roy

যদিও অনেকবার তার নাম এসেছে অনেকের সাথে। সেটা হোক এপার বাংলার নায়ক সিয়াম অথবা ওপার বাংলার তার কোনো কো অ্যাক্টর। যদিও এসব ঘটনার কোনো আসল রটনা খুজে পাওয়া যায়নি ।কারণ এসব বক্তব্যকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে তিনি। এবং এসব কিছু কে গুজব বলেই দাবি করেছেন তিনি। যার দরুন তিনি বলেন ,যদি আমি জীবনে যদি কেউ আসে তিনি অবশ্যই মিডিয়া সামনে তাকে নিয়ে আসবে।

Previous ArticleNext Article