তাহসান এবং ফারিনের সংসার প্রথমে শুনেই আশ্চর্য বোধ হচ্ছে? কি ভাবছেন তাদের মধ্যে সম্পর্ক কথা। নাকি বিয়ে পিড়িতে বসে গেলো ঘটা করে কিছু না জানিয়ে। এমনিতেই মিথিলা তার জীবনের নতুন অধ্যায় পার করে এগিয়ে যাচ্ছে সে কথা হিসেব করলে তাহসান কেন পিছিয়ে থাকবে? তার বাকি জীবন তো পরেই আছে তাই না? কিন্তু ফারিনের সাথে কবে কি করে বসলো প্রশ্ন এখানেই।

বিদ্যা সিনহা মিম সাথে কতবার তাহসানের নাম জড়ানো হয়েছে। কিন্তু ফারিনের সাথেই কেনো। কথা হলো সংসার তো করছেই কিন্তু সেটা রিয়েল লাইফ নাকি রিল লাইফের সেটা বের করতে হবে। এত না পিছিয়ে তাহলে এটার পিছনের কারন সূত্র ধরে বের করা হয়েছে। তাহলে চলুন জেনে নেই।

প্রতিবার ই বছর ঘুরে আসে ফেব্রুয়ারি মাস। অর্থাৎ প্রেমিক প্রেমিকার জন্য বিশেষ দিন। আর এই বিশেষ দিন জুড়ে থাকে বিনোদন জগতের জন্য বিশেষ বিশেষ আয়োজন। আর এই সময় তারকারা থাকে ব্যাস্ততার মাঝে সাথেই আনন্দেও কেননা তাদের কাজ গুলো সেদিন প্রকাশিত হয়। ঠিক তেমনি
গত ভালোবাসা দিবসে ইউটিউবে মুক্তি পেয়েছিল সময়ের ব্যাস্ততম অভিনয়শিল্পী তাহসান খান ও তাসনিয়া ফারিণের একটি নাটক। নাটকটির শিরোনাম ছিল ‘কমলা রঙের রোদ’। এটি পরিচালক শিহাব শাহীন নির্মাণ করেন। মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলে নাটকটি। দর্শক আগ্রহের কারণে এবার নির্মিত হলো নাটকটির সিক্যুয়েল। পূর্বের মতো নতুন সিক্যুয়ের গল্প ডা. জাহান সুলতানার।

নাটকটির সিক্যুয়েল নির্মাণের কারণ ব্যাখ্যা করে শিহাব শাহীন বলেন,‘কমলা রঙের রোদ’ নাটকটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন। প্রচারের পর অনেকে এর সিক্যুয়েল নির্মাণের অনুরোধ করেন। একটা কাজ যখন দর্শকরা বেশি পছন্দ করেন, তখনই তারা সিক্যুয়েল দেখতে চান। সেই জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা।’

নতুন সিক্যুয়েরর গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ, তার নেতিবাচক অভিজ্ঞতাই দেখানো হয়েছিল আগের গল্পে। এবার তাদের সংসার জীবন নিয়ে পরবর্তী গল্প দেখানো হবে। সেই আফসানার রহস্যের জট এবারের গল্পে খুলতে যাচ্ছে।’

এ নাটকে আফসানা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, ‘নাটকটির সিক্যুয়েল আরো আগে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাসহ নানা কারণে হয়ে উঠেনি। কাজটি দর্শকরা পছন্দ করেছেন, যার কারণে এটি আবারো নির্মিত হয়েছে। সেই আফসানার পরবর্তীতে কী হলো, তা এবার জানতে পারবে দর্শকরা।’