অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। নিজের জন্মদিনে বিশেষ মানুষটির সঙ্গে বাগদান সারলেন মিম। ১০ নভেম্বর বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে হবু বরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মিম। ছবির ক্যাপশনে তিনি লিখেন, “ছয় বছর আগে আমরা একসঙ্গে চলতে শুরু করেছিলাম। আজকের দিনটি খুবই বিশেষ একটি দিন।

চিরদিনের জন্য আজকের দিনটা শুরু হলো। নতুন একটি অধ্যায় শুরু হলো। অবশেষে বাগদান সম্পন্ন।” বাগদানের খবর রাতে জানালেও অবশ্য আগে থেকেই জন্মদিনে এক বিশেষ খবর দেওয়ার ইঙ্গি দিয়েছিলেন এই নায়িকা। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন বিশেষ মানুষটিকে। তবে মিম তার বাগদত্তের নাম বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য ফেসবুক পোস্টে প্রকাশ করেননি।

তবে এক সূত্রের মাধ্যমে জানা যায়, মিমের বাগদত্তার নাম সনি পোদ্দার, বাড়ি কুমিল্লা এবং তিনি একজন ব্যাংক কর্মকর্তা। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাগদানের আয়োজন হয়। দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষরা ছিলেন আয়োজনে। বৃহস্পতিবার মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে আংটি বদলের অনেকগুলো ছবি দিয়েছেন।

৬ বছর সম্পর্কে থাকার পর হলো তাদের বাগদান। এখন সবার প্রশ্ন, মিমের বিয়ে কবে? সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি মিম। তবে অনেকের ধারণা এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের ডিসেম্বরে বিয়ের দিন তারিখ ঠিক হবে বলে আশা রাখছেন অনুরাগীরা। ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মিম।

সেই আসরে বিজয়ীর মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে বিদ্যা সিনহা মিমের। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের দক্ষ অভিনয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে মিমের ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ হাতে রয়েছে। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।