রুক্ষ ও প্রাণহীন চুলকে করুন বাই আর ঘন কালো চুলকে বলুন হাই। ভাবছেন তা কিভাবে সম্ভব করছি। তেমন কিছু না, লাল হয়ে যাওয়া চুলকে স্বাভাবিক ঘরোয়া উপায় দিয়ে কালো করার একটি টিপস।
আমরা অনেকেই পার্লারে গিয়ে মোটা অঙ্কের টাকা ব্যয় করে আসি শুধু মাত্র চুলের জন্য কিন্তু ঘরে বসেই কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে করে নিতে পারি চুলের যত্ন।

আজকে এমন একটু প্যাক সম্পর্কে আপনাদের অবগত করব ,যেটা চুলের জন্য উপকারী আর কম খরচে ,চুলের ক্ষতি হ্রাস করে ,উল্টো কার্যকারিতা বৃদ্ধি করবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেয়া যাক।

এই প্যাকটি বানাতে মাত্র দুইটি উপকরণ লাগবে।
১/আমলকী কফি
২/ হেনার
এই দুইটি একত্রে প্যাক করে নিতে হবে।
কফি শুধু খেলেই হবে না। এবার থেকে একটু চুলেও লাগান। বেশি কষ্টকর কিছু না। খুব সহজেই এই হেয়ার প্যাকটি বানিয়ে ফেলতে পারেন। সপ্তাহে একবার করে ব্যবহার করুন একমাস। আর পান ঘন কালো চুল।

উপকরণ
আমলকী পাউডার ও
কফি, ২ থেকে ৩ চা চামচ নিয়ে ভালো মানের হেনা হাফ বাটি।
হেনা আগের দিন ভিজিয়ে রাখুন, না হলে লাগানোর ৩ থেকে ৪ ঘণ্টা আগে ভিজিয়ে নিন।
৩ থেকে ৪ টে আমলকী পেস্ট করে নিন। আর আমলকীর পাউডার হলে ৪ থেকে ৫ চা চামচ নিন।
কফি ২ থেকে ৩ চা চামচ নিন।ভালো করে তিনটি উপকরণ অল্প ঠাণ্ডা জল দিয়ে মিশিয়ে নিন। এবার ভালো করে চুলে লাগান। হালকা ম্যাসাজ ও করতে পারেন।
অপেক্ষা করুন চুল ভালো করে শুকোনো পর্যন্ত।
চুল শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ভালো রেজাল্ট পেতে পরের দিন শ্যাম্পু করুন।
প্রত্যেক মাসে নিয়ম মেনে প্রতি সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাকটি লাগান।