গানের সুর যেনো মুগ্ধ করে সকলের, কতো শিল্পী গেলো গেলো কিন্তু তার ভক্তদের পছন্দনীয় এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংগীত শিল্পী তিনি। মন মুগ্ধকর গলা দিয়ে তার গানের শব্দ গুলো যেনো মন ছুঁয়ে দেয়। আর তিনি হলেন একজন সাফল্য অর্জন করি এবং প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল।

শ্রেয়া ঘোষাল তার ভক্তদের নিয়ে এলো খুশির সংবাদ। কি ভাবছেন নতুন কোনো গান অথবা নতুন কোনো কাজের উদ্যোগ! না! তাহলে কি হতে পরে। তিনি তার জীবনকে ঘিরে নিয়ে এলেন খুশির সংবাদ যা শুনে খুশিতে হয়ে উঠবেন তার ভক্ত সহ আরো অনেকে। কেননা,

মা হতে চলেছেন জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে এটি তার প্রথম সন্তান।
বৃহস্পতিবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বেবি বাম্পের একটি ছবি পোস্ট করেছেন শ্রেয়া।

ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সন্তান শ্রেয়াদিত্য আসছে। আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে শিলাদিত্য ও আমি খুবই শিহরিত। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শ্রেয়া ও শিলাদিত্য। বিয়েতে তাদের দু’জনের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। বাঙালি হিন্দু রীতিতে তাদের বিয়ে হয়। ৬ ফেব্রুয়ারি মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিয়ের খবর দিয়ে শ্রেয়া লেখেন, ‘গতকাল আমার ভালোবাসার মানুষ শিলাদিত্যকে বিয়ে করেছি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। নতুন জীবন শুরু করতে যাচ্ছি বেশ উচ্ছ্বসিত।’

ঘোষাল শৈশব থেকেই জনপ্রিয় কণ্ঠশিল্পী হওয়ার সপ্ন দেখেন এবং তার এই স্বপ্ন পূরণে মাত্র চার বছর বয়স থেকেই সঙ্গীতের শিক্ষা নেওয়া শুরু করেন। ছয় বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। ষোল বছর বয়সে তিনি জিটিভির সা রে গা মা পা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেখানে দশক এবং বিচারকদের মন জয়ী সাথে সাথে বিজয়ী হন সেই প্রতিযোগিতায়। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর মায়ের নজর কাড়েন।

সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে শ্রেয়া বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন। এ সিনেমাতে তার গাওয়া গান, ‘সিলসিলা ইয়ে চাহাত কা’, ‘বৈরি পিয়া’, ‘ছলক ছলক’, ‘মোরে পিয়া’, ‘ডোলা রে ডোলা’, মানুষের মনে আজও শিহরণ জাগায়। তারপর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি শ্রেয়াকে। অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।